September 9, 2014
September 8, 2014
সিলেট ভ্রমণের বিস্তারিত: কোথায় ঘুরবেন, কিভাবে যাবেন, থাকার কিংবা খাওয়ার ব্যবস্থা ইত্যাদি নিয়ে ->> সিলেটের অ আ ক খ <<-
সিলেটে ঘুরাঘুরির প্ল্যান করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। কোন দিন কোথায়
যাবেন, প্ল্যান টা কিভাবে করলে ভালো হবে? কোথা থেকে শুরু করে কোথায় শেষ
করবেন আর সবচেয়ে বড় সমস্যায় পড়েন এক সাথে কতটি স্পট কভার করতে পারবেন? এই
নিয়ে নিজস্ব অভিজ্ঞতা ও বিভিন্ন ওপেন ফোরাম থেকে পাওয়া তথ্য গুলোকে সংকলন
করে বানানো একটি তথ্য বাতায়ন। এই ব্লগে ব্যবহার করা সব কটি ছবি নেট থেকে
সংগৃহীত
x+x) প্ল্যান একঃ আরামদায়ক ভ্রমন
প্রথম দিনঃ সিলেট- ভোলা গঞ্জ (কোম্পানীগঞ্জ ) – সিলেট
দ্বিতীয় দিনঃ সিলেট-খাদিম নগর জাতীয় উদ্যান-মোটরঘাট-রাতারগুল-গোয়াইনঘাট-হাদারপাড়-বিছনাকান্দি-লক্ষনছড়া-পানথুমাই-গোয়াইন ঘাট- সারিঘাট-জৈন্তাপুর।
অথবা হাদারপাড় থেকে সিলেট।
তৃতীয় দিনঃ সিলেট-সারি ঘাট-লালাখাল-জৈন্তা-তামাবিল-জাফলং-সিলেট/জৈন্তাপুর
চতুর্থ দিনঃ সিলেট-কানাইঘাট-লোভাছড়া-সিলেট।
x+x) প্ল্যান একঃ আরামদায়ক ভ্রমন
প্রথম দিনঃ সিলেট- ভোলা গঞ্জ (কোম্পানীগঞ্জ ) – সিলেট
দ্বিতীয় দিনঃ সিলেট-খাদিম নগর জাতীয় উদ্যান-মোটরঘাট-রাতারগুল-গোয়াইনঘাট-হাদারপাড়-বিছনাকান্দি-লক্ষনছড়া-পানথুমাই-গোয়াইন ঘাট- সারিঘাট-জৈন্তাপুর।
অথবা হাদারপাড় থেকে সিলেট।
তৃতীয় দিনঃ সিলেট-সারি ঘাট-লালাখাল-জৈন্তা-তামাবিল-জাফলং-সিলেট/জৈন্তাপুর
চতুর্থ দিনঃ সিলেট-কানাইঘাট-লোভাছড়া-সিলেট।
ঘুরে আসুন চিংড়ি ঝর্ণা থেকে - চিংড়ি ঝর্ণা ভ্রমণের বিস্তারিত তথ্য
চিংড়ি ঝর্ণার অবস্থান বান্দরবান জেলায়। বগালেক থেকে কেওকারাডং যাওয়ার পথে ঘণ্টাখানেক হাঁটার পর চিংড়ি ঝর্ণার দেখা মিলবে।
যেভাবে যাবেনঃ বান্দরবান মানেই পাহাড়ের দেশ, বান্দরবান মানেই সবুজের দেশ, বান্দরবান মানেই ঝর্ণার দেশ। আর ঝর্ণা শব্দটাই কেমন যেন রিনিঝিনি ছন্দময় আনন্দময় আবহ জাগায় শরীর ও মনে। ইচ্ছে হয় ওর পানির সৌন্দর্য্য আর শীতলতায় ধুয়ে ফেলি জীবনের সব কালিমা, গাইডকে জিজ্ঞাসা করে জানতে পেরেছিলাম এখানে নাকি এক সময় চিংড়ি মাছ পাওয়া যেতো। কিন্তু ঝর্ণার পানিতে চিংড়ি মাছ ? এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। পরে আমাকে গাইড বলে চিংড়ি আর থাকবে কিভাবে পাহাড়ীরা সব “খাই-দাই” সাবাড় করছে সেও ৭/৮ বছর আগেই। বগালেক থেকে কেওকারাডাং এর পথে ঘন্টাখানেকের পাহাড়ি পথ পাড়ি দিলেই এই চমৎকার ঝর্ণাটা পাবেন, কিন্তু প্রাথমিকভাবে যেটুকু ঝর্ণা দেখা যায় এটুকুই কিন্তু চিংড়ি ঝর্ণা নয়। আসল টুকু দেখতে হলে আপনাকে বিশাল বিশাল পিচ্ছিল পাথরগুলো পেরিয়ে আর একটু ভেতরে ঢুকে ডান দিকে ৯০ ডিগ্রি ঘুরতে হবে । দেখবেন অসাধারণ একটি ঝর্ণা, যেন বাশ বাগানের মাথার অনেক উপর থেকে একেবেঁকে নেমে আসছে চমৎকার একটা স্রোতধারা।
যেভাবে যাবেনঃ বান্দরবান মানেই পাহাড়ের দেশ, বান্দরবান মানেই সবুজের দেশ, বান্দরবান মানেই ঝর্ণার দেশ। আর ঝর্ণা শব্দটাই কেমন যেন রিনিঝিনি ছন্দময় আনন্দময় আবহ জাগায় শরীর ও মনে। ইচ্ছে হয় ওর পানির সৌন্দর্য্য আর শীতলতায় ধুয়ে ফেলি জীবনের সব কালিমা, গাইডকে জিজ্ঞাসা করে জানতে পেরেছিলাম এখানে নাকি এক সময় চিংড়ি মাছ পাওয়া যেতো। কিন্তু ঝর্ণার পানিতে চিংড়ি মাছ ? এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। পরে আমাকে গাইড বলে চিংড়ি আর থাকবে কিভাবে পাহাড়ীরা সব “খাই-দাই” সাবাড় করছে সেও ৭/৮ বছর আগেই। বগালেক থেকে কেওকারাডাং এর পথে ঘন্টাখানেকের পাহাড়ি পথ পাড়ি দিলেই এই চমৎকার ঝর্ণাটা পাবেন, কিন্তু প্রাথমিকভাবে যেটুকু ঝর্ণা দেখা যায় এটুকুই কিন্তু চিংড়ি ঝর্ণা নয়। আসল টুকু দেখতে হলে আপনাকে বিশাল বিশাল পিচ্ছিল পাথরগুলো পেরিয়ে আর একটু ভেতরে ঢুকে ডান দিকে ৯০ ডিগ্রি ঘুরতে হবে । দেখবেন অসাধারণ একটি ঝর্ণা, যেন বাশ বাগানের মাথার অনেক উপর থেকে একেবেঁকে নেমে আসছে চমৎকার একটা স্রোতধারা।
অপূর্ব ছেঁড়া দ্বীপঃ আসুন এর অপার সৌন্দর্যকে রক্ষায় সচেষ্ট হই
ছেঁড়া দ্বীপ, নারিকেল জিঞ্জিরা খ্যাত সেন্ট মার্টিনের একদম কোল ঘেঁষে একটা
দ্বীপ। এখানে জলের নিচে আছে প্রবাল প্রাচীর। যা হতে পারে আমাদের পর্যটকদের
জন্যে এক বিশাল আকর্ষন। আমরা অনেকেই অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রীফের
নাম শুনেছি, যা জলের নীচে আমাদের ছেঁড়া দ্বীপের প্রবাল সমৃদ্ধ এলাকার মতই
এক প্রবাল সমৃদ্ধ এলাকা, তবে আয়তনে অনেক বিশাল। আর এই গ্রেট ব্যারিয়ার রীফ
দেখতে প্রতিবছর লাখ লাখ পর্যটক ছুটে আসে অস্ট্রেলিয়ায়। আর আমরা আমাদের
নিজেদের উদাসীনতা আর অসচেতনতার কারণে আমরা ধ্বংস করে ফেলছি এই
প্রবালগুলোকে, আর এতে নষ্ট হচ্ছে প্রকৃতির এক অমুল্য প্রাণীসম্পদ।
দেখে আসুন কুলুমছড়া ঝর্ণা
সিলেট
বেড়াতে গেলে একটা আফসোস প্রায় সবারই হয়। এত সুন্দর সব ঝর্ণা, বেশির ভাগই
ভারতের সীমানায় পড়েছে। আমরা শুধু দূর থেকে দেখতে পাই। কুলুমছড়া ঝরনাটাও
তেমনি। মেঘালয়ের পাহাড় থেকে শুরু হয়ে এ দেশে এসে ছড়া হয়ে গেছে।
সিলেট এখন পর্যটকদের অন্যতম গন্তব্য তাই সব জায়গায়ই বেজায় ভিড়। বৃষ্টির পানিতে ঝরনাগুলো এইসময় টইটম্বুর, তা দেখতেই মানুষের এই ছুটে আসা। সিলেট বলতে গেলে মেঘালয় পর্বতমালায় ঘেরা। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনার হাট সীমান্তবর্তী কুলুমছড়া একটি গ্রাম। এখানে ভারত সীমান্তের ঝরনাটিই কুলুমছড়া ঝরনা নামে পরিচিত। বৃষ্টি যত দিন থাকবে তত দিনই কুলুমছড়ায় বেড়ানো যাবে। অক্টোবরের শেষ পর্যন্ত সাধারণত পানির প্রবাহ থাকে। কুলুমছড়া যাবার জন্যে সিলেট শহর থেকে চলে যান হাদারপার।
সিলেট এখন পর্যটকদের অন্যতম গন্তব্য তাই সব জায়গায়ই বেজায় ভিড়। বৃষ্টির পানিতে ঝরনাগুলো এইসময় টইটম্বুর, তা দেখতেই মানুষের এই ছুটে আসা। সিলেট বলতে গেলে মেঘালয় পর্বতমালায় ঘেরা। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনার হাট সীমান্তবর্তী কুলুমছড়া একটি গ্রাম। এখানে ভারত সীমান্তের ঝরনাটিই কুলুমছড়া ঝরনা নামে পরিচিত। বৃষ্টি যত দিন থাকবে তত দিনই কুলুমছড়ায় বেড়ানো যাবে। অক্টোবরের শেষ পর্যন্ত সাধারণত পানির প্রবাহ থাকে। কুলুমছড়া যাবার জন্যে সিলেট শহর থেকে চলে যান হাদারপার।
Subscribe to:
Posts (Atom)